শিরোনাম
কুষ্টিয়া, ১২ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার কুমারখালীতে স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম শাহিন মিয়া (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে। আরেকজনের নাম মো. ইকরামুল (২২)। তিনি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে। তারা দুজনই মোটরসাইকেল যোগে কুমারখালীর দিকে যাচ্ছিলেন।
স্থানীয়দের ভাষ্য,মোটরসাইকেল আরোহীরা কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এবং অপর একজন গুরুতর আহত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শর্য্যার হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। আহতকে হাসপাতালে নেয়ার পথে সেও নিহত হলে তাদের দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।