বাসস
  ১২ জুলাই ২০২৩, ১৮:৩১

মহাকাল নাট্য সম্প্রদায়ের চারদশক 

ঢাকা , ১২ জুলাই , ২০২৩ (বাসস) : আগামী ১৪ জুলাই শুক্রবার  নাটকের সংগঠন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার ৪০বছর । ১৯৮৩ সালের এইদিনে যাত্রা শুরু হয়  মহাকাল নাট্য সম্প্রদায়ের।
মঞ্চালোকে রাজপথে সাংস্কৃতিক পদচারণায় মহাকাল এর ৪০ বছরের নিরলস অভিযাত্রা’কে স্মরণীয় ও বর্ণাঢ্য করবার মানসে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্যোগ নিয়েছে নাটকের দলটি। এদিন বিকাল ৫টা৩০মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বছরব্যাপী অনুষ্ঠামালার উদ্বোধন করবেন বিশ^ আইটিআই এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জনপ্রশাসন মন্ত্রণালযের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযের যুগ্মসচিব ড. মোঃ জাকেরুল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনুষ্ঠান উদযাপন উপদেস্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান রাখবেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ। সঞ্চালনায় থাকবেন অনুষ্ঠান উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী এবং মহাকাল নাট্য সম্প্রদায় এর সভাপতি মীর জাহিদ হাসান।
উদ্বোধনী আলোচনার পুর্বে ‘স্বপ্নযাত্রা’ শীর্ষক কোরিওগ্রাফী পরিবেশন করবে কাদামাটি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা-১৯ আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত নাটক ‘‘শিখ-ী কথা’র ১৯৫তম মঞ্চায়ন। এ ছাড়াও ১৫ জুলাই বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা-৩৬ ‘নীলাখ্যান’ এর ৭৪তম মঞ্চায়ন।  
মহাকাল নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত অবিরাম নাট্যচর্চায় ৪৩টি নাট্য প্রযোজনা মঞ্চে এনেছে। ইতোমধ্যে প্রযোজনাগুলোর ১১০০ টি প্রদর্শনী সম্পন্ন করেছে। ২টি নাট্য প্রযোজনার শতাধিক মঞ্চায়ন এবং ১টি প্রযোজনার দেড়শতাধীক মঞ্চায়ন সম্পন্ন করেছে। মঞ্চে ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন অব্যাহত রেখেছে।