বাসস
  ১২ জুলাই ২০২৩, ২২:০০

জাতির পিতার সমাধিতে টেক্সটাইল মিলস্ করপোরেশেন চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া, ১২ জুলাই, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টেক্সটাইল মিলস্ করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
তিনি আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন। 
পরে তিনি জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ করে সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করা হয়। 
পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 
বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।