বাসস
  ১২ জুলাই ২০২৩, ২২:০৯
আপডেট : ১২ জুলাই ২০২৩, ২২:৫০

ইপিজেড শ্রম আইন সংশোধনে প্রয়োজনীয় উদ্যোগ জরুরী : গোলটেবিল বৈঠকে বক্তারা

ঢাকা, ১২ জুলাই, ২০২৩ (বাসস) : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর জন্য চলমান ইপিজেড শ্রম আইন-২০১৯ সংস্কার বিষয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, রপ্তানি শিল্পের উন্নয়ন ও বিকাশে ইপিজেড শ্রম আইন ২০১৯ সংস্কার ও সংশোধন করতে হবে। দেশের শ্রম আইন-২০০৬ -এর মূল আইনের সাথে সামঞ্জস্য রেখে এই আইন সংশোধন করা জরুরি বলে তারা অভিমত ব্যক্ত করেন।
আজ রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার-বাংলাদেশ এর আয়োজনে এ গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়।   
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সলিডারিটি সেন্টারের প্রকল্প কর্মকর্তা এডভোকেট নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার লিলি গোমেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ এম এ আওয়াল, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টমো  পাউটিয়াইনেন,  সলিডারিটি সেন্টার এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মনিকা হার্টসেল, কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিম, এডভোকেট সেলিম আহসান খান, বেজার যুগ্ম সচিব মো. খায়রুল হাসান, বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. নাজমুল ইসলাম ও বাংলাদেশ শ্রম আদালতের সহ-সভাপতি শারমিন সুলতানা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ইপিজেডে প্রায় ৫ লাখ ১৬ হাজার ৫৮৮ জন শ্রমিক কর্মরত, যার মধ্যে শতকরা ৬৬ ভাগ নারী শ্রমিক। ২০২১-২২ অর্থবছরে ইপিজেড থেকে রপ্তানি সাড়ে ৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং এই রপ্তানি আয়ের শতকরা  ৫৪ ভাগ এসেছে  পোশাক খাত থেকে।