শিরোনাম
নাটোর, ১৩ জুলাই, ২০২৩ (বাসস) : মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। চারটি পর্যায়ে উপজেলায় দুই শতাংশ করে জমির উপরে এক হাজার ৮৯টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রকল্প কাজে মোট ব্যয় হয়েছে ২৭ কোটি ৮৩ লক্ষ ৬৪ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবার শতভাগ পুনর্বাসনে পর্যালোচনামুলক যৌথ সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসন এ যৌথ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী ওমর খৈয়াম, নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস, মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৯৮৯টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। আরো ১০০টি বাড়ির নির্মাণ কাজ এখন শেষের পথে। এ মাসের মধ্যে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে এসব বাড়ি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজও শেষ হয়েছে। এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন উপজেলার মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে নাটোর সদর উপজেলা।