বাসস
  ১৩ জুলাই ২০২৩, ১৪:২৬
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০:২৩

তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত

নীলফামারী, ১৩ জুলাই, ২০২৩ (বাসস): জেলায় তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ছয়টায় ওই পয়েন্টে বিপদসীমার ১৯ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢলে বুধবার দিবাগত রাতে পানি বৃদ্ধি পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমার ১৯ সেণ্টিমিটার ওপরে ওঠে। সকাল ৯টা পর্যন্ত অব্যাহত থাকার পর বেলা ১২টায় ছয় সেণ্টিমিটার কমে বিপদসীমার ১৩ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় ফের পানি বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে উঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৯ সেণ্টিমিটার, বেলা ১২টায় ১৩ সেণ্টিমিটার এবং বেলা ৩টায় ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি স্বভাবিক রাখতে ব্যরাজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে’।