বাসস
  ১৩ জুলাই ২০২৩, ১৯:২০
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০:৫০

পরিবেশের মান উন্নয়নে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশ ও বন মন্ত্রী

ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে আরো বেশি করে গাছ লাগাতে হবে।
আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগের আয়োজনে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা -২০২৩  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।  
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে ছাদকৃষি ও সামাজিক বনায়নের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে ৭ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ করেছে। 
সিলেট জেলার জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। 
আলোচনা সভা শেষে বনমন্ত্রী বিভাগীয় পর্যায়ের উপকার ভোগীদের মাঝে চেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।