শিরোনাম
ঢাকা, ১৪ জুলাই, ২০২৩ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
রাষ্ট্রপ্রধান আজ এক শোক বার্তায় তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দেয়া শিল্পীদের অন্যতম বুলবুল মহলানবীশ। আশফাকুর রহমান খান ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক।
রাষ্ট্রপতি বলেন, একই দিনে দুই গুণী শিল্পীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে তাদের অসামান্য অবদান জাতি চিরকাল স্মরণ করবে।