বাসস
  ১৫ জুলাই ২০২৩, ০৯:৫৪
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৬:৪৮

কুড়িগ্রামে বন্যায় ৬২ হাজার মানুষ পানিবন্দী

কুড়িগ্রাম, ১৫ জুলাই, ২০২৩ (বাসস): জেলার ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার।
সার্বিক বন্যা পরিস্থিতিতে দেখা গেছে, কয়েকটি নদ-নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। 
জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রামের ১৫ হাজার ৭২০টি পরিবারের ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এরমধ্যে নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার। 
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ২২৫ টন চাল, ৮ লাখ ৫০ হাজার টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ শুরু হয়েছে।  
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ১৭ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।