বাসস
  ১৫ জুলাই ২০২৩, ১৬:৫৩

পেঁয়াজের দাম কমে যাওয়ায় বগুড়ায় জনমনে স্বস্তি

বগুড়া, ১৫ জুলাই, ২০২৩ (বাসস): পেঁয়াজের দাম কমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানী হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমছে। 
পাইকারি বাজারে ব্যবসায়ী ও আমদানীকারক পরিমল প্রসাদ রাজ জানান,আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের সিংহভাগ হোটেল ও রেস্তোঁরায় চলে যাচ্ছে। ফলে বাজারে দেশী পেঁয়াজের দামও কমেছে। দেশী পেঁয়াজের দাম ৫০ টাকায় নেমে আসবে এমনটি আশাবাদ ব্যাক্ত করেন। 
আমদানীকারকরা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানী হচ্ছে। আমদানীকৃত পেঁয়াজ হিলি স্থলবন্দরে ২৭/২৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই পেঁয়াজ বগুড়ার বাজারে খুচরা বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি। ব্যবসায়ীরা জানান, হোটেল ও রেঁস্তোরাগুলো কাক ডাকা ভোরে ভারতীয় পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে। 
ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ জানান, বগুড়ার বাজারে প্রতিদিন ভারতীয় পেঁয়াজ প্রায় ১০০ টন পেঁয়াজ  আসে। হোটেল থেকে আমদানীকৃত পেঁয়াজ নেয়ার ফলে বাজারে দেশী পেঁয়াজের চাহিদ কমে গেছে।