শিরোনাম
নীলফামারী, ১৫ জুলাই ২০২৩ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম।
টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চীফ ইনস্টাকটর (সিভিল) মশিউর রহমান, ইলেকট্রনিক্স বিভাগের প্রধান নূর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য সারাদেশে টিটিসি স্থাপন করেছেন। প্রশিক্ষিত হয়ে কর্মিরা বিদেশে গেলে তা অর্থ উপার্জনে সহায়ক হয় এবং দেশও উপকৃত হয়।
শেষে প্রশিক্ষণ কেন্দ্রটির শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসাবে তরিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।