বাসস
  ১৫ জুলাই ২০২৩, ২১:৩৬

নীলফামারীতে তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ মেট্রিকটন চাল বরাদ্দ

নীলফামারী, ১৫ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার ডিমলা উপজেলায় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়টি ইউনিয়নের পাঁচহাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য ২০ মেট্রিকটন চাল ও দুইলাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান জানান, তিস্তার বন্যায় উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের পাঁচহাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ছাতনাই ইউনিয়নের একহাজার ২৫০টি পরিবার। ক্ষতিগ্রস্ত দুইহাজার পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি করে মোট ২০ মেট্রিকটন চাল, অন্যান্য পরিবারের জন্য শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের জন্য দুইলাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। নতুন করে ৫০ মেট্রিকটন চাল, নগদ তিনলাখ টাকা ও একহাজারটি শু নো খাবারের প্যাকেট বরাদ্দ চাওয়া হয়েছে।
ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, তিস্তার বন্যায় পূর্বছাতনাই  ইউনিয়নের একহাজার ২৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলার মধ্যে বিতরণের জন্য আট মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে মোট আটশ’ পরিবারের মধ্যে বিতরণের প্রস্তুতি চলছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে ত্রাণ সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরাদ্দ প্রদান করা হয়েছে। এসব বরাদ্দ বিতরণের কাজ চলমান আছে।