শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই, ২০২৩ (বাসস): প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট মতিয়ার রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৮ সালের ১৬ জুলাই এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার গ্রামের বাড়িতে মরহুমের কবরে শ্রদ্ধা, কবর জিয়ারত, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও এতিম শিশু ও অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
এডভোকেট মতিয়ার রহমান তালুকদারে জ্যেষ্ঠপুত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার। তার কনিষ্ঠপুত্র সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
জামালপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩৪ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। এই বীর মুক্তিযোদ্ধা বর্ণাঢ্য জীবনে জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন ছয়বার। এছাড়াও তিনি জাতীয় আইনজীবী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জামালপুর ল কলেজ প্রতিষ্ঠা করে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দু:স্থ অসহায় মানুষকে সেবা দিতে জামালপুর অন্ধকল্যাণ সমিতির প্রতিষ্ঠা এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জামালপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।