বাসস
  ১৬ জুলাই ২০২৩, ২১:৩৫

নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রদান

নীলফামারী, ১৬ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় আজ দুইদিন ব্যাপী জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা শেষ হয়েছে। এ প্রতিযোগিতায় ৪৭৪ জন শিশুকে পুরস্কৃত করা হয়।
আজ রোববার বিকাল ৫ টায় জেলা শিশু একাডেমি মিলনায়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, জেলা শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞানযন্ত্রের উদ্ভাবন, চিত্রাংকণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ ৩০টি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।