বাসস
  ১৭ জুলাই ২০২৩, ১৪:২৩

নীলফামারীর ৪ ইউপিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

নীলফামারী, ১৭ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার ডিমলা ও জলঢাকা উপজেয়ায় চলছে চার ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। আজ সোমবার সকাল ৮টা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ছিল ভোটারদের উৎসবমুখর উপস্থিতি। বেলা ১২টার মধ্যে অধিকাংশ কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশ। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
জেলার চার ইউনিয়নের মধ্যে মধ্যে রয়েছে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর কারণে পদটি শূন্য হয়। সেখানে পদটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে ডিমলা উপজেলায় মেয়াদ শেষ হওয়ায় তিনটি ইউপিতে চেয়ারম্যানসহ সকল পদে নির্বাচন হচ্ছে। ইউনিয়ন তিনটি হলো খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি ও গয়াবাড়ি।  
সোমবার সকাল  ১০টার দিকে ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের মশিউর স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় ভোটার আমেনা বেগমের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘সাকালে ভোট দিবার আসি লাইনোত দাঁড়াইনু। মনে করিনু সাকাল সাকাল ভোটটা দিয়া আসি বাড়িত নাস্তা করিম। কিন্তু এলা বেলা ১০টা বাজিল, লাইনতো আগায় না। নাস্তার টাইমও পার হয়া গেল।’
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বায়জিদ খন্দকার বলেন, ‘ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৩৯৫। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬১২টি।
একই ইউনিয়নের ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে খদেজা বেগম  (৫০) বলেন, ‘এর আগোত মুই মেলা ভোট দিছু, এইবারও ভালোভাবে ভোট দিনু।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘ বেলা ১২টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন।’
জলঢাকা উপজেলার গেলনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমানের মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন, নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৭ জন, এবং  সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টেপাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন, নয়টি ওয়ার্ডে সদস্য পদে ৩১জন এবং তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে  সাত জন, নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৩জন এবং তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে, কিশোরঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে সদস্য পদে এবং ডোমার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গোলানা ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯৪৬জন। খগাখড়িবাড়ি ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৭৫৮জন, টেপাখড়িবাড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫০১ জন এবং গয়াবাড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৩৮ জন।