শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ১৭ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় দিন দিন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় কুমিল্লা আইডিয়াল কলেজের উদ্যোগে আজ দুপুর ১টায় কলেজের হলরুমে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সচেতনতামূলক একটি সেমিনর অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সাবেক সির্ভিল সার্জন ডা. মুজিব রহমান।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাড়ি ও আশেপাশে যে কোনো জায়গায় জমে থাকা পানি ৩ দিন পরপর ফেলে দিলে ডেঙ্গু মশার লার্ভা মরে যায়। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, ডাবের খোসা ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এসবে যেন পানি না জমে খেয়াল রাখতে হবে, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বর্তমানে জ¦র অনুভব হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নিতে আহবান জানান।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কলেজ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, মাধবপুর আলহাজ¦ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মো. নাজমুল হোসাইন খান, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি।