বাসস
  ১৭ জুলাই ২০২৩, ১৮:৫৭

লক্ষ্মীপুরে অস্ত্র মামলা এক ব্যক্তির ১০ বছর কারাদন্ড

লক্ষ্মীপুর, ১৭ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় আজঅবৈধ অস্ত্র রাখার দায়ে মো. নুর নবী (৪০) নামে একব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। 
দন্ডপ্রাপ্ত মো. নুর নবী সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ছমরউদ্দিন বেপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে। 
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে নুর নবীর বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়।অভিযানকালে পুলিশ নুর নবীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে অস্ত্র ও মাদক রাখার কথা স্বীকার করেন। পরে, পুলিশ  তার কাছে থাকা একটি দেশীয় একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে।ওই সময় তার বাড়ি থেকে এক বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়। একইদিন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় নুর নবীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান একই বছরের ২৬ মে অস্ত্র মামলা আসামি নুর নবীকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন। 
পিপি জসিম উদ্দিন জানান, রায় প্রদানের সময দন্ডিত আসামি নুর নবী আদালতে উপস্থিত ছিলেন না।জামিনে গিয়ে তিনি পলাতক রয়েছেন।