শিরোনাম
নীলফামারী, ১৭ জুলাই, ২০২৩ (বাসস): জেলার দুই উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দুটিতে এবং অপর একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে আজ রাত ১০টার দিকে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করা হয়।
জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৯ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ জাহেদ আলী (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম কবীর (অটোরিক্সা) পেয়েছেন ৬ হাজার ২০৮ ভোট।
জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. সামসুল আযম সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে ডিমলা উপজেলায় খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম (নৌকা) ৬ হাজার ৫০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৮ ভোট।
টেপাখড়িবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম শাহিন (আনারস) ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯৩ ভোট।
গয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সদস্য) শরীফ ইবনে ফয়সাল মুন (আনারস) ৪ হাজার ৫৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র (জামাত সমর্থিত) মো. রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট।
ইউনিয়ন তিনটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।