বাসস
  ১৮ জুলাই ২০২৩, ১৪:০২

মাগুরায় শিক্ষার মানোন্নয়ন মতবিনিময়

মাগুরা, ১৮ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ‘শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়ন নির্দেশনা সম্পর্কিত’ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
 বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হালিমা বেগম, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বিএম নকিবুল হাসান, মহম্মদপুর উপজেলা শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, শালিখা উপজেলা শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এম মাজেদুর রহমান, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ওবাইদুল্লাহ,সদর উপজেলার জাগলা হেলাল উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ। 
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তরা। জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় জেলা প্রশাসনএ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় জেলার ২৫০টি শিক্ষা  প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারবৃন্দ অংশ নেন।