বাসস
  ১৮ জুলাই ২০২৩, ১৭:২৫

নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৫৭টি ট্যাবলেট পিসি বিতরণ

নরসিংদী, ১৮ জুলাই, ২০২৩(বাসস): স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলায় ২য় ধাপে আজ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ৯ম ও ১০ম শ্রেণি'র ১০টি মাদ্রাসার ১০৪ জন এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৫৭টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। 
জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার এই ট্যাবলেট পিসিগুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ শিশু একাডেমির নরসিংদী মিলনায়তনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন।