বাসস
  ১৮ জুলাই ২০২৩, ১৯:১৩

ঝালকাঠিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

ঝালকাঠি, ১৮ জুলাই ২০২৩ (বাসস) : ডেঙ্গু সচেতনতা বাড়াতে আজ জেলা শহরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এসময় তারা যানবাহন চালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট তুলে দেন।
সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি এখনো ভালো আছে। এখন পর্যন্ত জেলায় ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ২৪ ঘণ্টায় ছয়জন রোগী ভর্তি আছে। সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।