শিরোনাম
হবিগঞ্জ, ১৮ জুলাই ২০২৩ (বাসস) : জেলায় আজ দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার বিকালে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট মোড়ে আয়োজিত শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।
সভাপতির বক্তৃতায় মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি পদযাত্রার নামে মরণযাত্রা শুরু করেছে। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বুঝতে পেরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তাদেরকে মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে।
এর আগে, জেলা শহরের শায়েস্তানগর এলাকায় জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। পরে বিশাল মিছিল হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।