বাসস
  ১৮ জুলাই ২০২৩, ২০:১১

বরিশাল কারাগারে মাদকাসক্ত বন্দীদের মোটিভেশন কাউন্সেলিং শুরু

বরিশাল, ১৮ জুলাই, ২০২৩ (বাসস) : ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোরপথ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্ত বন্দীদের কাউন্সেলিং কার্যক্রম ও মোটিভেশন ক্লাস’র আয়োজন করেছে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
বরিশাল কেন্দ্রীয় কারাগার সূত্রে জানাগেছে, কারাগারে আজ সকাল সাড়ে ১০ টায় ৩৮ জন মাদকাসক্ত বন্দীকে নিয়ে কাউন্সেলিং কার্যক্রম ও মোটিভেশন ক্লাস’র উদ্বোধন করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র  জেল সুপার রতœা রায়। কারা কর্তৃপক্ষের আয়োজনে এই  মোটিভেশন ক্লাস শুরু হলো।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারাগারের  জেলার আবুল বাশার। 
এছাড়াও উপস্থিত ছিলেন- কারাগারের সিনিয়র ডেপুটি জেলার মো: ফখরউদ্দিন লাবু ও ডেপুটি জেলার সুমি রানী ঘোষ।
কারা সূত্রে আরো জানাগেছে,  প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে একটি করে এই কাউন্সেলিং ও মোটিভেশন ক্লাস’র সেশন চালু থাকবে । পর্যায়ক্রমে কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। মাদকাসক্ত বন্দীদের প্রশিক্ষণ প্রদান করবেন কারা হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী সার্জন ডা. এসএম মিরাজ হোসেন ও কারা হাসপাতালের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী ব্যক্তিবর্গ।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্ত বন্দীরা মুক্তি পেয়ে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য মোটিভেশনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।