শিরোনাম
ঢাকা, ১৮ জুলাই, ২০২৩ (বাসস) : মশক নিধন অভিযান পরিচালনাকালে মিরপুর ১৩নং সেকশনে পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো)’র অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ।
আজ ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর ডিএনসিসির মশক নিধন অভিযান পরিচালনাকালে মিরপুর ১৩নং সেকশনে ডেসকো’র অফিসারকে এই শুভেচ্ছা জানানো হয় ।
মশক নিধন অভিযান পরিচালনাকালে ডেসকো’র অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ, ও খোলা জায়গায় কোথাও জমা পানি না পাওয়ায় এবং পুরো অফিস পরিচ্ছন্ন থাকায় ডেসকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার. জেনা. এ কে এম শফিকুর রহমান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
অভিযান পরিচালনাকালে মিরপুর এলাকায় প্রায় ১০০টি ভবন, স্থাপনা, জলাশয়, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। লার্ভার উৎসস্থল ধংস করা হয়েছে। পরিদর্শনকালে ভবিষ্যতে লার্ভা উৎপন্ন হতে পরে এমন স্থানসমূহে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।