বাসস
  ১৯ জুলাই ২০২৩, ০৯:৩৪

গোপালগঞ্জে ১টি ইটভাটা উচ্ছেদ ও ২টিকে ৪ লাখ টাকা জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৯ জুলাই, ২০২৩ (বাসস): গোপালগঞ্জে  গতকাল   বিকেল ৫টা থেকে  সন্ধ্যা ৭টা পর্যন্ত ১টি ইটভাটা উচ্ছেদ ও ২টিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ।
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের কেকানিয়া গ্রামের ওই ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান।
উচ্ছেদকৃত ইটভাটাটি হলো মেসার্স লালপরি ব্রিকস। এছাড়া মেসার্স এস.আর.আর.বি ব্রিকস এবং এম.আর.বি ব্রিকসকে ২লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্র্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, কেকানিয়া গ্রামের ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা  হয়। লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ না থাকায় ১টি ভাটাকে উচ্ছেদ করা হয়। কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার অপরাধে অপর ২টি ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মো. আসাদুজ্জামন, মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ, ফায়ার-সার্ভিস, আনসার ব্যাটালিয়ান ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।