বাসস
  ১৯ জুলাই ২০২৩, ১২:০৩

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ১২ লক্ষ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা

পিরোজপুর, ১৯ জুলাই, ২০২৩ (বাসস): জেলায় গত ৬ মাসে  ২৫৩টি ভ্রাম্যমাণ  আদালতের  জরিমানার ১১ লক্ষ ৭৫ হাজার ৬৫০ টাকা  রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। গত অর্থ বছরের শেষ ৬ মাস অর্থাৎ জানুয়ারি-জুন জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ২৫৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব আদালতে ৫০৭ টি মামলায় ১৬ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ের বিচার শাখার ১টি সূত্রে জানাগেছে, বাল্যবিয়ে নিরোধ আইনসহ বিভিন্ন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়। পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার শান্তিপ্রিয় মানুষের স্বাভাবিক
জীবনযাত্রা অব্যহত রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেয়া হয়।শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে।