বাসস
  ১৯ জুলাই ২০২৩, ২০:০৯

বিএসএমএমইউয়ে ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন

ঢাকা, ১৯ জুলাই, ২০২৩(বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ  ব্রেস্ট  (স্তন) ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিএসএমএমইউ’র বহির্বিভাগে এই ক্লিনিকের উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, সার্ভিক্যাল ক্যান্সারের মত ব্রেস্ট (স্তন) ক্যান্সারও বৃদ্ধি পাচ্ছে। সঠিক সময়ে সনাক্ত করা হলে এর প্রতিরোধ করা সম্ভব। এখন থেকে ইলেকট্রনিক ডাটা  ট্রাকিংয়ের এ ক্লিনিক থেকে রোগী সনাক্তকরণ করা হবে। পাশাপাশি প্রশিক্ষণও দেয়া হবে।
তিনি আরো বলেন, বিএসএমএমইউয়ে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন ক্লিনিক চালু করা হয়েছে। এসব ক্লিনিক থেকে রোগীরা নির্বিঘেœ সেবা নিচ্ছেন।