বাসস
  ২০ জুলাই ২০২৩, ১৭:৪১

ভোলায় শব্দ দূষণের দায়ে ৩টি যানবাহনকে জরিমানা

ভোলা, ২০ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ অতিরিক্ত মাত্রায় হর্ণ ব্যবহার করার দায়ে ৩টি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
বৃহস্পতিবার দুপুরে সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এই অভিযান পরিচালনা করেন। 
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: তোতা মিয়া বাসস’কে জানান, আজকের অভিযানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহন বিলাস পরিবহনকে ২ হাজার টাকা, বাস মালিক সমিতি নামক যানবাহনকে ৫ হাজার ও আবু পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শব্দের মানমাত্রা পরিবীক্ষণ ও শব্দ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 
তিনি জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।