শিরোনাম
ঢাকা, ২০ জুলাই, ২০২৩ (বাসস) : ডেঙ্গু নির্মূলে ২২টি থানা ও পুলিশ ফাঁড়িসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৪টি স্থান ও স্থাপনায়ও বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে আজ এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ৫টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-২ এ ৮টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-৩ এ ২টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-৪ এ ৩টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-৫ এ ৪টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৩টি, অঞ্চল-৮ এ ৩টি, অঞ্চল-৯ এ ৫টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে আজ ব্রাদার্স ক্লাব, ধানমন্ডির সুপিরিয়র টাইপ সরকারি আবাসন, লাল ফকিরের মাজার, হোসনিদালান রোড, ছোট কাটরা জামে মসজিদ, মহানগর জেনারেল হাসপাতাল, আইজি গেটের বাংলাদেশ ব্যাংক কলোনি, শ্যামপুর বড় মসজিদসহ ৩৪টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।