বাসস
  ২২ জুলাই ২০২৩, ১৭:৪৪

ফেনীতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের ‘অবনাশী ৩১’ নামকরণ

ফেনী, ২২ জুলাই, ২০২৩ (বাসস): জেলায় আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনটি ফেনীর খেতাবপ্রাপ্ত একত্রিশজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে ‘অবিনাশী ৩১’  নামকরণ করা হয়েছে। 
আজ শনিবার দুপুর ১২টায় 'অবিনাশী ৩১' -এর ফলক উন্মোচন করেন ফেনীর জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী জেলা ইউনিট কমান্ডের প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। 
জেলা প্রশাসকের পরিকল্পনায় এ হলরুমটি নির্মাণে সহযোগিতা করেছেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।
নামকরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ফেনী আয়তনে তুলনামূলকভাবে ছোট জেলা হলেও এখানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশী। ৩১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এ জেলায় জন্মগ্রহণ করেছেন। সেসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে ও তরুণ প্রজন্মের কাছে তাঁদের পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ হলরুমে ৩১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার ছবিসহ জীবনবৃত্তান্ত থাকবে। হলরুমটি সবার জন্য উন্মুক্ত থাকবে, স্বল্প খরচে যেকোন সংগঠন এখানে অনুষ্ঠান করতে পারবে।
নিজের ভাইয়ের পরিচিতি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা এয়ার আহম্মদ বীর বিক্রমের ছোট ভাই জাকির আহম্মদ। তিনি বলেন, আমার ভাই সম্পর্কে সবাই জানতে পারবে এতে আমরা পারিবারিকভাবে অনেক বেশী আনন্দিত। 
নামকরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তাফা হোসেন। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।