বাসস
  ২৩ জুলাই ২০২৩, ১৯:০৬

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম, ২৩ জুলাই, ২০২৩ (বাসস) : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭১ ও বেসরকারি হাসপাতালে ৪০ জন। তবে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১১ রোগী। সরকারি হাসপাতালের ৭১ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৩, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ১৫, ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে ২ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ জনে। এদের ১ হাজার ১৮৯ জন সরকারি হাসপাতালে এবং ৮৪৫ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৬৩ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২ জন।