বাসস
  ২৩ জুলাই ২০২৩, ১৯:০৯

বাগেরহাটে পর্যটন ডিরেক্টরির মোড়ক উন্মোচন

বাগেরহাট, ২৩ জুলাই, ২০২৩(বাসস): জেলার দর্শনীয় স্থানের তথ্য ও যোগাযোগের নাম্বার সম্বলিত পর্যটন ডিরেক্টরির মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।
এসময়, পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ৪০ পৃষ্ঠার এই বইয়ে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলী (রহ.) এর মাজার-দীঘিসহ বিভিন্ন আবাসিক হোটেলের তথ্য, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মুঠোফোন নাম্বার রয়েছে। এই বইয়ের মাধ্যমে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া-আসার সহজ বর্ননা দেওয়া রয়েছে। এক কথায় বইটির মাধ্যমে দেশী-বিদেশীয় দর্শনার্থীরা জেলার পর্যটন স্পটগুলো সম্পর্কে জানতে পারবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে এই পর্যটন ডিরেক্টরি ভূমিকা রাখবে। বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে ঘিরে জেলার পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।