শিরোনাম
নাটোর, ২৪ জুলাই, ২০২৩ (বাসস) : মৎস্য উৎপাদনে নাটোর উদ্বৃত্ত জেলা। জেলায় বাৎসরিক ৪৪ হাজার টন চাহিদার বিপরীতে ৭৪ টন মাছ উৎপাদন হচ্ছে। অর্থাৎ চাহিদার অতিরিক্ত ৩০ টন মাছ উৎপাদন করে নাটোর মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের উৎপাদন, সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং নাটোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন।
সভায় আরো জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৫ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হবে। মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূিচর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে বৈধ জাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ, জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, মৎস্যক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং প্রচারণা।