শিরোনাম
বগুড়া, ২৪ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় আজ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সোমবার বেলা ১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় আগামী ৮ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ের বটতলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বরের বটতলায় রক্ষিত তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হবে।
প্রস্তুতিমূলকসভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আখতার, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সওজ’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ প্রমুখ।