শিরোনাম
রংপুর, ২৪ জুলাই, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অতীব প্রয়োজন মানসম্মত শিক্ষা ।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্পন্ন হয়েছে, এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে।’
স্পিকার আজ নিজ নির্বাচনী এলাকার অন্তর্গত পীরগঞ্জ উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন, বাইসাইকেল, হুইল চেয়ার, ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশেই উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জোয়ার পীরগঞ্জেও এসেছে। পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজের তালিকা করে দিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান। ড. এম এ ওয়াজেদ মিয়াসহ বহু গুনীজন এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশ ও বিশ্ব অঙ্গনে অবদান রাখছেন।
রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতির দায়িত্ব গ্রহণ করে স্পিকার বলেন, এই বিদ্যালয়ের সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তির সুষ্ঠু ব্যবহার করতে হবে। এসময় তিনি আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে অনুষ্ঠেয় জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানান।
শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি জনগণের নয়নের মধ্যমণি। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় ১ কোটি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে, বিদ্যালয়গুলোতে নতুন একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাবও প্রস্তুত হচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রীর নামে এই বিদ্যালয়ের নামকরণ যথোপযুক্ত হয়েছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের অগ্রগতির উপরই বাংলাদেশের উন্নয়ন নির্ভরশীল। সুতরাং এই বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
পরে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া পাঠাগার উদ্বোধনকালে স্পিকার বলেন, বই পড়ার প্রতি অনুরাগ ও আগ্রহ সৃষ্টিতে পাঠাগারের ভূমিকা অগ্রগণ্য।
তিনি বলেন, প্রেসক্লাব বিভিন্ন মতভেদ ও চিন্তাচেতনার সম্মিলন স্থল। স্বাধীন চিন্তার বিকাশে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, আধুনিক ও ডিজিটাল প্রেসক্লাব গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রেসক্লাবে নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে বিশেষ কর্ণার এবং জাতির পিতার ওপর গবেষণার সুবিধার্থে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা যেতে পারে।
এসময় তিনি পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।
এছাড়াও স্পিকার পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ, কুমেদপুর, মিঠিপুর, রামনাথপুর ও চতরা ইউনিয়নস্থ উপকারভোগীদের মাঝে ৫৫ টি সেলাইমেশিন, ৫০ টি স্প্রে মেশিন, ৫০টি হুইলচেয়ার এবং ২৫১টি বাইসাইকেল বিতরণ করেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের ১ লাখ টাকা, স্পিকারের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৫৬ হাজার টাকা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ৭৬৮ টি ট্যাব এবং শিক্ষা অধিদপ্তরের পিইজিডি-৪ এর আওতায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করেন৷
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে রংপুর জেলা জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন।
এছাড়াও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুব হোসেন উপজেলা প্রশাসনের সদস্য, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।