বাসস
  ২৫ জুলাই ২০২৩, ১৮:৪৫

অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার আসামীদের গ্রেফতার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

ঢাকা, ২৫ জুলাই, ২০২৩ (বাসস) : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ অবিলম্বে জামালপুরের বকসিগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 
নেতৃবৃন্দ বলেন, হত্যাকান্ডে অংশগ্রহণকারী ২৩ আসামীর মাত্র ৫ জন আটক হয়েছে। বাকীদের গ্রেফতারের ব্যাপারে প্রশাসনের অনীহা সাংবাদিক সমাজকে বিস্মিত করেছে। এছাড়া এ হত্যাকান্ডের মদদদাতাদের এখনো আইনের আওতায় আনা হয়নি।
আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বিএফইউজে ও ডিইউজে'র সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। 
বিএফইউজে'র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজে'র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, জাকারিয়া কাজল, মানিক লাল ঘোষ, খায়রুল আলম এবং নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত। 
বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক দ্রুত বিচার আদালতে নাদিম হত্যার বিচার সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধৃত আসামীরাই শুধু অপরাধী নয়। যার বা যাদের নির্দেশে তারা নাদিমকে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি। 
তিনি চলতি মাসের মধ্যে দেশের সকল সাংবাদিক সংগঠনকে নাদিম হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করার আহবান জানান।
নেতৃবৃন্দ পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় নাদিমের মেয়ে তার পিতা হত্যার পূর্বাপর ঘটনাবলী মন্ত্রীর নিকট ব্যাখ্যা করেন।