বাসস
  ২৫ জুলাই ২০২৩, ২০:০৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ দু’দিনের রিমান্ডে 

সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সাতক্ষীরায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়ারুল ইসলাম দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
আবু সাইদ চাঁদকে আজ মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে হাজির করা হয়।
বাদিপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও এসএম আকবর আলী। 
সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি চাঁদ আগেই কারাগারে থাকায় ২৩ জুলাই রোববার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেফতার) দেখানো হয়েছে। আজ আদালতে তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে গত ২৫ মে আমলী আদালতে এ মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাড. সাইদুজ্জামান জিকো। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হুমায়ুুন কবীর মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ.আই.আর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দেন। এরপর সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড হয়।