শিরোনাম
ঢাকা, ২৬ জুলাই, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদরোগে আক্রান্ত অসহায় ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসার সুবিধার্থে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে (এনআইসিভিডি) আরও ৭ কোটি ৫৬ লাখ ৩০হাজার টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ইনস্টিটিউটের “অসহায় রোগী সেবা তহবিল”-এর জন্য এইআইসিভিডি’র পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিনের কাছে এই অর্থের একটি চেক আজ হস্তান্তর করেন।
এ নিয়ে প্রধানমন্ত্রী এ পর্যন্ত তহবিলে ১৪.৫৬ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন। এর আগে ২০২২ সালে তিনি দুই কিস্তিতে ৭ কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
তহবিল থেকে হাসপাতালটি হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনা মূল্যে সব ধরণের চিকিৎসা পরিষেবা সরবরাহ করে থাকে, যার মধ্যে স্টেন্টস, পেসমেকার এবং ভালভ স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।
ইনস্টিটিউটটি তহবিলের মাধ্যমে শিশু হৃদরোগীদের পিডিএ ডিভাইস ক্লোজার, এএসডি ও ভিএসডি চিকিৎসা করে থাকে।