শিরোনাম
মাদারীপুর, ২৬ জুলাই, ২০২৩ (বাসস): ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ায় মাদারীপুরের তিনটি বেসরকারি হাসপাতাল ও পাবনার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
বাসসের মাদারীপুর সংবাদদাতা জানান- ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ার অভিযোগে জেলার তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০/- এর পরিবর্তে ৫০০/- টাকা নেয়ার সত্যতা পাওয়া যায়। পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনার কথা জানায় কর্মকর্তারা।
বাসসের পাবনা সংবাদদাতা জানান- ডেঙ্গু পরীক্ষার ফি বেশী নেয়ায় জেলার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর।
বুধবার সকালে পাবনা শহরের ইউরো মেডিকেল সেন্টার ও পাবনা মেডিকেল কন্সাল্টেশন সেন্টারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, ডেঙ্গু পরীক্ষার ফি বেসরকারি হাসপাতালের জন্য সরকারি নির্ধারণ করেছেন ৩০০/- টাকা এবং সিবিসি ৪০০/- টাকা। বুধবার সকালে পাবনা শহরের ইউরো মেডিকেল সেন্টার ও পাবনা মেডিকেল কন্সাল্টেশন সেন্টারে গিয়ে দেখা যায় সরকার নিধারিত পরীক্ষার ফি চেয়ে বেশী নিচ্ছে। ভোক্তা অধিকারের ৩৯ ও ৪০ ধারায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান আমাদের অভিযান চলমান আছে।