শিরোনাম
ভোলা, ২৬ জুলাই ২০২৩ (বাসস): জেলার দৌলতখান উপজেলায় আজ আউশ ধান বীজ উৎপাদন প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আজ বুধবার দুপুরে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে ব্রি ধান-৯৮ এর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ারা সিদ্দিকার সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন,-প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম, উপজেলা উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো মনির হোসেন ও স্থানীয় কৃষক মো. ফিরোজ।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, আউশের ব্রি-৯৮ জাতের বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ সংরক্ষণে পাত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।