শিরোনাম
ঢাকা, ২৭ জুলাই, ২০২৩ (বাসস): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেয়া ও পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আনা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আজ শুরু হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি গ্রহণ শুরু হয়।
লিভ টু আপিলকারীর আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিটটি দায়ের করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে রিটে দাবি করা হয়।
২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই সিদ্ধান্তের বিষয়ে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী।
লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার কোর্ট লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গত ২৩ জুলাই লিভ টু আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার ১ নম্বরে ছিল।
আজ শুনানিতে লিভ টু আপিলকারীর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন হাইকোর্টের দেয়া রায় পড়ে শোনান।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন। এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।