শিরোনাম
ঝালকাঠি, ২১ জানুয়ারি, ২০২৫(বাসস); জেলার রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে উফশি জাতের বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
পরে স্থানীয় কৃষক-কৃষাণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মিলি রহমান, সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে উফশি জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষে এ রাইস প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও একই স্থানে তারুণ্যরে উৎসব-২০২৫ ও কৃষক ও তরুণ-তরুণীদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তি সমূহের প্রদর্শনীর আয়োজন করা হয়।