বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫

বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির র‌্যালি 

সাতক্ষীরা, ১৭ডিসেম্বর, ২০২৪ (বাসস): মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর থানা বিএনপির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিজয় র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সদস্য সচিব নুরেআলম সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক আহবায়ক আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন প্রমুখ।

নেতারা বক্তব্যে ,বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।