শিরোনাম
ঝিনাইদহ, ১৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার নাথকুন্ডু গ্রাম থেকে ট্রাকে ১০টি গরু সহ তাদের আটক করে স্থানীয়রা।
আটকৃতরা হলো, যশোর সদর উপজেলার মানিক মিয়া (৩৫), খুলনার রূপসা এলাকার সাইফুল ইসলাম (৩২) ও গোলজার হোসেন (২৯)।
স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা মাঠের মধ্যে একদল গরু ব্যবসায়ী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। পরে গরু ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, স্থানীয়রা ছিনতাইকারী চক্রকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা গরুবোঝাই ট্রাক নিয়ে নাথকুন্ডু গ্রামে ঢুকে পড়লে লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িসহ তিনজনকে আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গার ডুগডুগি গরুর হাট থেকে কয়েকজন গরু ব্যবসায়ী ১০টি গরু কিনে ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা ব্যবসায়ীদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের আটক করে।
ওসি বলেন, ছিনতাইকারীদের পুর্নাঙ্গ ঠিকানা ও তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে পুরো নাম ঠিকানা উদ্ধারের পর মামলা দায়ের করা হবে।