বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩

চাঁদপুরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০টি বাল্কহেড-ড্রেজার জব্দ 

বাল্কহেড-ড্রেজার, ফাইল ছবি।

চাঁদপুর, ১৯ ডিসেম্বর ২০২৪ (বাসস): জেলার মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ৩৮ জনকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক জেলার মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানার নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

অভিযানে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের সাথে নৌ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।