বাসস
  ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১

রংপুর মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুর, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ এক বছর পর অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক ।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে নুরুন্নবী চৌধুরী মিলনকে আহ্বায়ক, জহির আলম নয়নকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আতিকুল ইসলাম লেলিনকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, নবগঠিত কমিটির আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন জানান, তৎকালীন স্বৈরাচার সরকারের দানবীয় দমন-পীড়ন, মামলা-হামলার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন চলমান রাখতে গিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।

ঘোষিত কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘মিছিলের শেষ কর্মিটিও তার রাজনৈতিক পরিচয় পাবে’ এই বক্তব্যকে সামনে রেখেই কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। রাজপথের ত্যাগী ও পরীক্ষিতরাই তাদের যোগ্য সম্মান পেয়েছেন।

৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে ২ জনকে। তারা হলেন, রফিকুল ইসলাম মিঠু ও ওয়াহিদ মুরাদ।

এদিকে যুবদল রংপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতরাই স্থান পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।