শিরোনাম
খুলনা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ আর নেই। তিনি আজ দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
হারুন অর রশিদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ছিলেন।