শিরোনাম
চট্টগ্রাম, ২১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : কোন দল-মত ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন মেয়র ডা. শাহাদাত।
আজ শনিবার নগরীর কোতোয়ালী থানা আয়োজিত ‘সিটিজেনস ফোরাম’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম সভাপতিত্বে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার শাকিলা সোলতানা।
ডা. শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্মীয় পরিচয় নেই। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মো. মাহফুজুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।