শিরোনাম
বান্দরবান, ২২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার রোয়াংছড়ি উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ওপর জনমত গঠনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রোয়াংছড়ি উপজেলায় ৪ নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আন্তাহার পাড়া বাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং মারমা।
৪ নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সভাপতি চিত্র মোহন চাকমার সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার, রোয়াংছড়ি উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি মংহাইনু মার্মা, সদর উপজেলা বিএনপি যুগ্ম- আহবায়ক মেম্বার মংচিংসা মার্মা ও সদস্য সচিব চনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তংঞ্চঙ্গ্যা।
সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। এ দফা সম্পর্কে দেশের প্রত্যেককে অবগত করে সচেতন করতে হবে।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকার কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।