বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

নানা আয়োজনে পটুয়াখালীতে বড়দিন উদযাপিত

পটুয়াখালী, ২৫ ডিসেম্বর , ২০২৪ (বাসস): নানা আয়োজনে পটুয়াখালীতে উদযাপিত হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

এ উপলক্ষে জেলার কলাপাড়ায় মুল উৎসবের আয়োজন করে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। বুধবার সকালে সেখানকার গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পরে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। এ সময় ভক্তরা অতীতের পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লিতে আলোকসজ্জা ও কীর্তনের আয়োজন করা হয়। এ দিন পাড়ার প্রতিটি বাড়িতে পিঠা ও পায়েসসহ বাহারি রকমের খাবার তৈরি করেন নারীরা। চলে রাত ভর নানা উৎসব।

বড়দিনকে ঘিরে খ্রিষ্টান পল্লিগুলোতে নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।